জাতীয়

জামালপুরে চর উপযোগী ঋণ বিতরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : শনিবার ১৭ সেপ্টেম্বর এনডিপি বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের উদ্যোগে জামালপুর জেলার চরঅঞ্চলে ঋণ বিতরনের কর্মমালা অনুষ্ঠিত হয়। কর্মশালা য় এনডিপির মেছড়া, রুপসা, মুনসুরনগর, তারাকান্দি, পিংনা শাখার ৫জন শাখা ব্যবস্থাপক, ৩ জন হিসাবরক্ষক, ২০ জন ক্রেডিট অফিসার, ১ জন এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার ও সহকারী পরিচালক অংশগ্রহন করেন।

এনডিপি কর্তৃক জামালপুর জেলায় বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের নির্বাচিত ৫টি চর ইউনিয়ন (পিংনা, আওনা , পোগলদিঘা, সাতপোয়া ও কামারাবাদ) ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত ২৯টি গ্রামে এনডিপির আর্থিক সেবা সম্প্রসারনের লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। প্রকল্পটি চরাঞ্চলে কর্মস্থান সুষ্টির মাধ্যমে আয় বাড়িয়ে মানুষের বিপদাপন্নতা কমানোর মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চরাঞ্চলে মানসম্মত কৃষি উপকরন সরবরাহ, উৎপাদিত পন্যের টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের সুনামধন্য কৃষি উপকরণ বিপনন কোম্পানী যেমন; অটোক্রপ কেয়ার লিমিটেড, পেট্রোকেম লিমিটেড, সেমকো, ইস্পাহানী, ইত্যদির সাথে কাজ করছে, এছাড়্ওা স্থানীয় মার্কেট এক্টরদের সহায়তায় চুক্তিভিত্তিক ফসল চাষ, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন ও বানিজ্যিকভাবে দেশী মূরগী পালনের কাজ করে যাচ্ছে। চরাঞ্চলে কৃষিজীবি পরিবারের আয় বাড়াতে  কৃষক প্রশিক্ষণ, প্রর্দশনী স্থাপন, মাঠ দিবস আয়োজন, ভেক্সিনেশন ক্যাম্পেইন, উচ্চ ফলনশীল ঘাস চাষ সম্প্রসারণ সহ বহুমূখী কর্মসূচী বাস্তবায়ন করছে। এমফোরসি প্রকল্পের উপকারভোগীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞ্যানের যথাযথ ব্যবহারে নিাশ্চতকরনে ও মানসম্মত উপকরণ ক্রয় ও ব্যবহারের করে অধিক ফলন প্রাপ্তীর জন্য আর্থিক সেবার সংযোগ করতেই এ কর্মশালা আয়োজন করা হযেছে। চলতি অর্থ বছরে জামালপুরে শরিসাবাড়ী উপজেলার ২৯টি চরে ৯৭৫ টি কৃষিজীবি পরিবার ও ২০০ চর ব্যবসায়ীকে এনডিপির সুফলন ও অগ্রসর ঋনের আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিপির ঋণ সহয়তা কর্মসূচীর সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার মো: ওমর ফারুক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শামছুল আলম, ইন্টারভেনশন স্পেশালিষ্ট- এমফোরসি প্রকল্প।

সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (এসডিসি) ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার ও সমবায় বিভাগের আর্থিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা ” সুইস কন্ট্রাক্ট ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি যৌথভাবে এমফোরসি প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়ন সহযোগী হিসাবে জামালপুর ও কুড়িগ্রাম জেলার ৭ উপজেলার ৩৪টি ইউনিয়নের ২৮২টি গ্রামে প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button