এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির মাসিক সমন্বয়ন সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জের দরগাহ রোডস্থ নান্দিনা মধুকুটির প্রবীণ কল্যাণ কর্মসূচির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) আবু নাইম মো. জুবায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির সহকারী পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভা পরিচালনা করেন প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
সভায় প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজন বন্ধু ভট্রাচার্য্য, মো. আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ এবং মো. আব্দুল জব্বার সেখ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সদস্য এবং সাবেক অধ্যক্ষ এসএম সাইদুজ্জামান রাহমানী। সভায় প্রবীণদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন সমস্যা নিরসনে বিস্তারিত আলোচন্া করা হয়। তাছাড়া প্রবীণদের নিয়ে বাৎসরিক মিলন মেলা নিয়ে আলোকপাত হয়। পরিশেষে অসুস্থ্য প্রবীণদের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।