পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এবং বগুড়া জেলায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্হ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পুণঃরুদ্ধার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ)” জুন ২০২২ হতে প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের নিমিত্তে স্বল্প-আয়ের পরিবারের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে সংস্থার বিভিন্ন শাখার কমিউনিটি পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এনডিপির’র জামতৈল, ঘুরকা, শাহজাদপুর, মির্জাপুর এবং শিয়ালকোল শাখার বিভিন্ন সমিতির সদস্যদের অংশগ্রহণে প্রচারণা সভাতে বক্তব্য দেন সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম, রেইজ প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, লাইফস্কীল কর্মকর্তা এহসান আহমেদ এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ। এই প্রোগ্রামের মাধ্যমে সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য, বিশেষভাবে রেইজ প্রকল্পের সেবাসমূহ, চলমান বিভিন্ন প্রকল্প ও স্কীমের সুবিধাসমূহ, লিঙ্গ সমতা, পারিবারিক ও সামাজিক সুখ-সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা বিষয়ে উপলব্ধিবোধ সঞ্চার এবং ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগ গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে প্রচারণার মাধ্যমে সদস্যগণ অর্থায়নকারী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), রেইজ প্রকল্প এবং সংস্থার যাবতীয় কার্যক্রম বিষয়ে ধারণা পেয়েছে যা তাদের নিজেদের এবং সংস্থার উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশা করা যায়। পাশাপাশি তারা এনডিপি’র সাথে যুক্ত থেকে উন্নয়নের অগ্রযাত্রায় সহায়ক হওয়ার কথা ব্যক্ত করেন।