সিরাজগঞ্জ

গ্রীন এগ্রোর প্রতিনিধি দল এনডিপির আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

Eye Hospital Rajshahi

আন্তর্জাতিক দাতাসংস্থা ইফাদ ও উন্নয়ন সহযোগী সংস্থা পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৬টি উপজেলার ২৪ টি ইউনিয়নের ১১৫ টি গ্রামের ২৪০০০ খামারি ও ১০০০ উদ্দোক্তাদের নিয়ে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি এর আওতায় “নিরাপদ মাংস ও দূগ্ধজাত পন্যেও বাজার উন্নয়ন” উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশের চট্রগ্রাম অঞ্চলের দুধ ও মাংস প্রক্রিয়াকারী স্বনামধন্য একটি প্রতিষ্ঠান গ্রীন এগ্রোলিঃ এর প্রতিনিধী মো.নুরুল আমিন বাবু এবং মো. মোসলেম উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া,বেলকুচি, কামারখন্দ ও পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সাথে থেকে সহযোগিতা করেন,এনডিপি-আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব, মাসুদ মন্ডল ও মনিটরিং অ্যান্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ফারুক হোসেন ।  প্রধানত, প্রকল্পের ইন্টারভেনশন-৪( দূগ্ধজাত পন্যেও বাজার উন্নয়ন) ও ইন্টারভেনশন-৫(নিরাপদ মাংসের বাজার উন্নয়ন) এর আওতায় বাস্তবায়িত কার্যক্রম,প্রাণির হোটেল,ঘি ও চিজ ও পনির উৎপাদনকারী উদ্দোক্তা ও চুক্তিভিত্তিক গবাদি পালন খামারি বিশেষ কওে আসন্ন কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে যারা গরু মোটাতাজাকরনকারী খামারি তাদের সাথে মতবিনিময় করেন। গ্রীনএগ্রো এই সকল উদ্দোক্তাদের সাথে কিভাবে সংযোগ স্থাপন করতে পাওে এবং উদ্দোক্তাদেও বাজার সম্প্রসারন ও তাদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য কিভাবে নিশ্চিত হতে পারে, সে সকল বিষয়াদি নিয়েই মূলত তারা আলোচনা করেছেন। গ্রীনএগ্রো এই সকল উদ্দোক্তা ও খামারিদের সাথে যুক্ত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button