সদরসিরাজগঞ্জ

উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে এনডিপি ইআরসিসি প্রকল্পের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ক্লাইমেটব্রিজফান্ড(সিবিএফ)এর আর্থিক সহায়তায়, ব্র্যাক ও কেএফডব্লিউ এর সহযোগিতায় ইউনা টেডপারপাস এর কারিগরি সহায়তায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত ইনহান্স রেজিলিয়েন্সট ুওয়ার্ডস কোভিড অ্যান্ড কনসিকুয়েন্স (ইআরসিসি) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের নিয়মিত কাজের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে ২২ মে, উপজেলা স্বাস্থ্য ও প.পকর্মকর্তার সভা কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভার মুল উদ্দেশ্য ছিল প্রকল্পের উপকারভোগীরা যেন সহজে স্বাস্থ্য সেবা পেতে পারে সে বিষয়ে করনীয়,উপকারভোগিদের সাথে যোগাযোগ মাধ্যম তৈরি করা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সেবা প্রাপ্তির বিষয়ে সমঝোতা স্বারক স্বাক্ষর করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এমওডিসি ডা. মো: ইসরাক হোসেন]সহ সদর উপজেলায় কর্মরত সকল মেডিকেল অফিসারগণ, স্বাস্থ্য পরিদর্শক, সেনেটারি পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ সদও উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত অন্যান্য অফিসারবৃন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম ওএনডিপির সহকারী পরিচালক মো. আফিফ উল মিনহাজ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরসিসি প্রকল্পের প্রকল্পব্যবস্থাপক শেখ মিজানুর রহমান ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের স্বাস্থ্য অফিসার ডা. মো. আবু ইউসুফ । অনুষ্ঠানে মোট অংশ গ্রহণকারী ছিলেন ৩৬জন, পুরুষ ২৩ ও ১৩ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button