বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র সকল কমকর্তাদের ০১ দিনের বেতন ও সংস্থার নিজস্ব তহবিল হতে সর্বমোট ১০ লাখ টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়। গত ২৫ আগস্ট সকালে অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে এ অর্থ জমা করা হয়।
এরপূর্বে গত ২৪ আগস্ট, এনডিপি ব্যবস্থাপনা পরিষদের জরুরী বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হয়। এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে আয়োজিত সভায় সংস্থার সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহীত হয়। সংস্থা প্রধান মো. আলাউদ্দিন খান বলেন ‘বাংলাদেশের ১১টি জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। দেশের এই সংকটকালে এনডিপি’র সহযোগিতা করা নৈতিক দ্বায়িত্ব। এরকম পরিস্থিতে এনডিপি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। দূর্যোগকালীন এই সময়ে সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।’ একইসাথে তিনি ভবিষ্যতেও দেশের প্রয়োজনে এনডিপি’র চেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।