এনডিপি শিক্ষা সহয়তা কর্মসূচির উদ্যোগে ২টি শিক্ষা চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের গটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং হাড়িভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধিকল্পে, ঝরে পড়া রোধে, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতি দিনের পড়া তৈরি করার লক্ষ্যে এই শিক্ষা চর্চা কেন্দ্র উদ্বোধন করা হয়।
২টি বিদ্যালয়ে সরকারের পাশাপাশি এনডিপি শিক্ষা চর্চা কেন্দ্রের মাধ্যমে বেলা ২টা থেকে ৫ টা পর্যন্ত ১ম ও ২য় শ্রেণির ছাত্র/ছাত্রীদেরকে প্রতিটি শ্রেণিতে ২০ জন করে ছাত্র/ছাত্রীদেরকে এনডিপির নিয়োগকৃত শিক্ষিকা দ্বারা পাঠদান দান করার উদ্দেশ্যে গতকাল ১ জানুয়ারি বুধবার এই ২টি শিক্ষা চর্চা কেন্দ্র উদ্বোধন করা হয়।
এছাড়াও অভিভাবকদেরকে বিদ্যালয়ের সাথে সম্পুক্ততা বৃদ্ধি করার জন্য এবং শিক্ষারমান সম্পর্কে অবগত করার জন্য প্রতি মাসে মা সমাবেশ ও ৩ মাস অন্তর অন্তর কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী এবং হাড়িভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আয়শা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য, জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র/ছাত্রী বৃন্দ। উল্লেখ্য, এনডিপি শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে ২০০৮ সাল হতে প্রাক্ প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং শিক্ষা চর্চা কেন্দ্র সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর, সয়দাবাদ, পৌরসভা, কামারখন্দ উপজেলার ঝাঐল ও ভদ্রঘাট, বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন সহ মোট ২০ কেন্দ্র বাস্তবায়িত হচ্ছে।