উল্লাপাড়াসিরাজগঞ্জ

এনডিপি’র উদ্যোগে ১ হাজার ২৫০জন ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ

বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত বিডি সেফ বিফ এন্ড গোট ভ্যালু চেইন প্রোগ্রাম এর উদ্যোগে বাস্তবায়িত ‘মিল্ক ফর স্কুল’ কার্যক্রমের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২৫০জন ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শক্তি দই ও হেইফার ইন্টারন্যাশনাল (কোরিয়া) এর যৌথ উদ্যোগে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

গত ১৫ জানুয়ারি বুধবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আওতাধীন উত্তর মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। এসময় এনডিপি’র নির্বাহী পরিচালক বলেন, “এ ধরনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের শিক্ষা এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি, এই কার্যক্রমের মাধ্যমে প্রতিটি ছাত্র-ছাত্রীকে একটি স্বাস্থ্যকর এবং সমৃদ্ধিশালী ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে।”

শুভেচ্ছা বক্তব্যে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর বলেন, আমরা ২০২৩ এর সেপ্টেম্বর মাসে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নিয়ে ‘মিল্ক ফর স্কুল’ কার্যক্রম শুরু করেছিলাম এবং বর্তমানে ৫টি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমটি নিয়মিতভাবে বাস্তবায়িত হচ্ছে। আমি বিশ্বাস করি, সরকারের সহযোগিতায় এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল (কোরিয়া) এর এক্সিকিউটিভ ডিরেক্টর গং. ঐধবড়িহ খবব, উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন ও গ্রামীণ ডানোন ফুডস্ লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ নাসিতাত বিনতে আলম। উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মান উন্নয়নে এমন কার্যক্রমগুলো অত্যন্ত সহায়ক। ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা শিক্ষার অঙ্গ, তাই এই ধরনের উদ্যোগগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উত্তর মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক উপস্থিত ছিলেন। দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে শক্তি দইয়ের গুণাগুণ ও ছাত্র-ছাত্রীদের মনোভাব নিয়ে তৈরি করা একটি ভিডিও ডকুমেন্টেরী উপস্থাপন করা হয়। অতপর ‘শক্তিতে বুদ্ধিতে বেড়ে উঠি’- প্রতিপাদ্য বিষয় নিয়ে বাচ্চাদের জন্য ‘পাপেট শো’ উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button