এনডিপি প্রতিনিধি: ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর এসইপি এর উপ-প্রকল্প ও সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’’ এর আওতায় তাঁত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যবসায়িক সনদ শীর্ষক দিনব্যাপী কর্মশালা এনডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, ব্যবসায়িক ছাড়পত্র কি ও কত ধরনের, প্রোডাক্ট সর্টিফিকেশন, বিএসটিআই নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র এর উপর আলোচনা উপস্থাপন করেন। এনডিপি এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক নিবন্ধন ও রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক আইন লঙ্ঘন ও শাড়ি আমদানীকৃত পণ্যের ছাড়পত্র, প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. আশিক আহমেদ, ট্রেড লাইসেন্স কি এবং কেন, ট্যাক্স কি, টিন নাম্বার ও ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় আরো গুরুত্বপূনর্ আলোচনা রাখেন মো. ছাব্বির আহমেদ, বিভাগীয় ব্যবস্থাপক, (সিইএমবি)।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন এনডিপি এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ফাইনান্স অ্যান্ড প্রকিউরমেণ্ট অফিসার সুকান্ত গোলদার সহ বাগবাড়ি, কাটাখালি, সায়দাবাদ, ফুলকোচা, তামাই, বেলকুচি শাখার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে আগত তাঁত সংশ্লিষ্ট ৪২ জন তাঁত উদ্যোক্তা। কর্মশালায় সমাপনি বক্তব্য রাখেন জনাব মোসলেম উদ্দিন, পরিচালক, ঋণ সহায়ক কর্মসূচি (সিএসপি)।