কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমী বসাক প্রমুখ। এসময় নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।