শাহজাদপুরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনডিপি এসইপি-ডেইরি প্রকল্পের ভুট্টা চাষ পরিদর্শন:

০৯ মে  ২০২৩, মঙ্গলবার শাহজাদপুওে এনডিপির এসইপি ডেইরী প্রকল্পের ভুট্টা চাষ পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার । পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  এর আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র  সার্বিক সহযোগিতায়  “বাংলাদেশে যমুনা নদী বাহিত উত্তরাঞ্চলের ডেইরী বিজনেজ ক্লাস্টারকে নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাতপণ্য উৎপাদনের জন্য পরিবেশ উন্নয়নের অনুশীলন প্রচার করা” উপ- প্রকল্পটি গত এপ্রিল ২০২১ হতে  কার্যক্রম শুরু হয় ।

প্রকল্পের মূল লক্ষ্য -পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তি গ্রহনের মাধ্যমে  প্রতিযোগিতা মূলক ডেইরি  উদ্যোক্তাদের  শক্তিশালী করা এবং দুগ্ধজাত পণ্য  উচ্চ মূল্যের বাজারে প্রবেশের সহযোগিতা করা।

গাভীর রাজধানী খ্যাত শাহজাদপুরে  প্রতিবছর বন্যা হওয়ায় গাভীর মালিকদেরকে  শুধু মাত্র খড় ও দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হতে হয় । এ সময় মণ প্রতি খড়ের দাম  পড়ে প্রায়  ৫০০-৬০০ টাকা । খড়ে পু্্ষ্িটমান না থাকায় খামারের গাভীগুলোর  স্বাস্থ্যহানি ঘটে থাকে। অন্যদিকে দানাদার গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।  এই সমস্যা দূর করার লক্ষ্যে পোতাজিয়ায় ১৫ জন উদ্যোক্তা এনডিপি- এসইপি ডেইরি প্রকল্পের সার্বিক সহযোগিতায় সাইলেজ উৎপাদনের জন্য  প্রায় ৫১ বিঘা জমিতে উন্নত জাতের ভূট্টা চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। এই বছর সফলভাবে সাইলেজ উৎপাদন হলে উদ্যোক্তাগণ আর্থিকভাবে লাভবান হলে আগামী বছর গুলোতে ৫০০-৮০০ বিঘা জমি সাইলেজ ্উৎপাদনের আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে। এতে করে খামারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার পোতাজিয়ার গো-খাদ্য ভুট্টার জমি সরোজমিনে পরিদর্শন করেন এবং মিল্কভিটা পোতাজিয়া দুধ সমিতির পরিচালক গোলাম হায়দার,  প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা মোর্শেদ আলী এবং সাইদুল ইসলামের সঙ্গে কথা বলেন। উন্নত মানের সাইলেজ তৈরীর জন্য চিটাগুড় , লাইমস্টোন যুক্ত করার জন্য পরামর্শ দেন এবং সাইলেজ তৈরীর সময় তিনি উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেন। সাইলেজ তৈরির উপকরণ ঘাস কাটার মেশিন, সাইলেজ ব্যাগ ইত্যাদি বিতরণে সহযোগিতা করার জন্য এনডিপি – এসইপি ডেইরী প্রকল্পের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান। ভুট্টার জমি পরিদর্শন শেষে এনডিপির মডেল খামারী সাইদুল ইসলামের খামার পরিদর্শন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন , এনডিপি – এসইপি ডেইরি প্রকল্পের  লাইভস্টক অফিসার ডা. মো. তৌফিকুল হক, পরিবেশ কর্মকর্তা মাহমুদুর রহমান এবং মার্কেটিং অফিসার আবু বকর সিদ্দিক প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button