স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে জেলা পর্যায়ে যৌথ আপাৎকালীন পরিকপ্পনা (কন্টিনজেন্সি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার, ২০ জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে একে শহিদ শামসুদ্দিন সম্মেলন হলরুমে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এনজিও সংস্থা, সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সিরাজগঞ্জের আয়োজনে ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় দিনব্যাপী জেলা পর্যায়ে যৌথ আপাৎকালীন পরিকপ্পনা (কন্টিনজেন্সি) বিষয়ক কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
দিনব্যাপী কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গনপতিরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহাবুবুর রহমান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ঢাকা (এমআই এম) পরিচালক নিতাই চন্দ্র দে সরকার প্রমুখ।