সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সামাজিক বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে যৌথ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আহসান ইয়াহিয়া,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুবদলের সভাপতি মির্জা আব্দুল জাব্বার বাবু,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। তারা আরও বলেন ১৯৭১ সালে দিকভ্রান্ত সময়ে জাতির আশা হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্ত করে। দীর্ঘ ১৭ বছরের বিএনপির চলমান আন্দোলনের শেষ পরিনতি হল ২০২৪ এর জুলাই-আগস্ট এর ছত্র-জনতার আন্দোলন।

তারা আরও বলেন, শেখ হাসিনা নাকি পালায় না কিন্তু শেখ হাসিনা স-পরিবার দেশ থেকে পালিয়ে যায় যা চরম লজ্জার বিষয়। সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল একে অপরের সাথে সমন্বয় করে কাজ করা। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত চলমান আন্দোলন চালিয়ে যেতে আমরা সবাই অঙ্গীকার বদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button