সদরসিরাজগঞ্জ

কৃষকদের মাঝে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ

২০২২-২৩ অর্থ বছরের প্রনোদনার আওতায় খরিপ / ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফসী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ কর্মসূচির লক্ষ্যমাত্রা ১৩৬০ বিঘা, ১৩৬০ জন উপকারভোগী কৃষকদের ৫ কেজি, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ সদর উপজেলা আয়োজনে শনিবার ( ১৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষি বান্ধব সরকার, কৃষিতে বিপ্লব ঘটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে উন্নতি সাধিত করছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত। এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. মিশু আক্তার , কৃষিবিদ মো. সাব্বির আহমেদ সিফাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সুবিধা ভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button