বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সফল খামারী উদ্যোক্তা সম্মাননা প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়। গত ২২ জুন, বৃহস্পতিবার সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির শিয়ালকোল শাখায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (কৃষি) এ. কে. এম. মহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সিরাজগঞ্জ সদর) মো. আনোয়ার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, এনডিপি বর্তমানে ৪২ টি প্রকল্প বাস্তবায়ন করছে। এনডিপি ১৯৯২ থেকে সাল থেকে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও এনডিপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে তার গৌরবময় ইতিহাস তুলে ধরেন সহকারী পরিচালক।
পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এনডিপি ২০১৩-১৪ অর্থবছর থেকে সমন্বিত কৃষি ইউনিট এর কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পরিবেশবান্ধব লাগসই প্রযুক্তি বিস্তারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বেকারত্ব হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সরকারি বেসরকারি প্রয়াসে দেশে গবাদি প্রাণির লালন পালন এবং ব্যবস্থাপনা অনেক উন্নত হওয়ার কারণে প্রাণিসম্পদ খাতের অভাবনীয় উন্নতি সাধন করেছে। আজকের সফল উদ্যোক্তা সম্মাননায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন এনডিপি’র আজকের উদ্যোক্তা সম্মাননা প্রদান ভবিষ্যতে মাঠ পর্যায়ে কার্যক্রমে একটি পজিটিভ ইমপ্যাক্ট আসবে। সমন্বিত কৃষি ইউনিটের বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রমে আরও গতি সঞ্চার করবে বলে আমি মনে করি। সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এনডিপি’কে আন্তরিক ধন্যবাদ জানান মৎস্য কর্মকর্তা।
সিরাজগঞ্জ সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তার বক্তব্যে বলেন মাঠে সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থা যৌথভাবে কাজ করছে বলে দেশে কৃষির বিভিন্ন প্রযুক্তি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হচ্ছে। যার কারনে কৃষি সেক্টর দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনে সামর্থ অর্জন করছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বলেন যেসকল কৃষক কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তাদেরকে সরকারিভাবে এআইপি মর্যাদা দেয়া হয়। এনডিপি উদ্যোক্তা সম্মাননা প্রদান ২০২৩ অবশ্যই কৃষকদের মাঝে পজিটিভ ধারণা তৈরি করবে। অনেক বড় পরিসরে আয়োজন দেখে আমি খুবই আনন্দিত। প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদের দেশের উন্নয়নে একটি বড় অংশীদার। আর সেই অংশীদারে বেসরকারি সংস্থা পিছিয়ে নেই। সমন্বিতভাবে আমাদেরকে কৃষি ক্ষেত্রে আরও বিল্পব ঘটাতে হবে। আজকের সম্মননা আয়োজনে সবাই উদ্বুদ্ধ হয়ে কৃষির আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করতে হবে। এই অর্থবছরে যেসকল কৃষক সম্মাননা পাননি তাদের চেষ্টা থাকবে এনডিপি থেকে আগামী অর্থবছরে ভাল কাজের মাধ্যমে প্রতিষ্টা করা এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত এআইপি হিসেবে গড়ে তোলা। সামগ্রিকভাবে সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে আমি প্রত্যাশা করি। পরিশেষে এনডিপি’কে ধন্যবাদ জানান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা। কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতি খাত থেকে ২জন করে কৃষক মোট ৬ জনকে উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।