ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগীকে খুঁজে বের করে আনা হবে। উক্ত প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা, জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীগণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এরই অংশ হিসেবে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সরকারি ভাবে এ আয়োজন করা হয়েছে খুবই প্রশংসনীয় এ উদ্যোগ এ সরকার কে ধনবাদ জানাই এত সুন্দর একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা করার জন্য। আমরা দেখেছি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও বাংলাভিশনে মাহে রমজানে বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র – ছাত্রীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে এধরণের প্রতিযোগিতা আরো আয়োজন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. শাহীন সরকার।
উল্লেখ্য, জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ৩ টি গ্রুপে ৯ জনকে বিজয়ী সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে তাজবীদসহ পূর্ণ ১০ পারা হিফয প্রথম স্থান অধিকারী মারকাজুল কোরআন মাদ্রাসা, মো. আলিফ হোসেন, দ্বিতীয় স্থান দারুণ ইসলাম, কোরআন মাদ্রাসা, মো. ফাহাদ আহমেদ, তৃতীয় স্থান জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা, মো. মাহদী হাসান। ২০ পারা হিফয প্রথম স্থান অধিকারী মহিউস সুন্নাহ হিফাজ মাদ্রাসা, এনায়েতপুর, ফাহাদ হাসান, দ্বিতীয় স্থান জামেয়া ইসলামিয়া দারুল উলুম, উলাপাড়া, মো. জুবায়ের তৃতীয় স্থান রহমতগঞ্জ পৌর কবরস্থান মাদ্রাসা, মো, মাহমুদ হাসান। ৩০ পারা পূর্ণ হিফয প্রথম স্থান অধিকারী রহমতগঞ্জ পৌর কবরস্থান মাদ্রাসা, মো. শুয়াইব হোসেন, দ্বিতীয় স্থান নতুন ভাংগাবাড়ী খাদেমুল উলুম মাদ্রাসা, মো. নুর নব্বী, তৃতীয় স্থান অধিকারী সুনামধন্য তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা সিরাজগঞ্জ মো. রাহিমুল ইসলাম ।