প্রতিদিন প্রতিবেদক : গতকাল ২৯ নভেম্বর (মঙ্গলবার) সকালে সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্রঋণ সংস্থার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যলয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্রঋণ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থার নির্বাহী প্রধান/প্রতিনিধিগণ।
সমন্বয় সভায় ক্ষুদ্রঋণ সেক্টরের জাতীয় এবং জেলা পর্যায়ের কার্যক্রম এমআরএ-এর কার্যক্রম ও বিভিন্ন দ্বায়িত্ব সংক্রন্ত তথ্য বহুল পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন করেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচী) ও সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্রঋণ সমন্বয় কমিটির ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ।
পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. মোবারক হোসেন, এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, সুক এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, এমএমএস এর পরিচালক (আইজিএ)মো. আশরাফুজ্জামান সেলিম, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থা শিক্ষা অফিসার মো. ইমান আলী , নারী ও শিশু কল্যান সংস্থার নির্বাহী পরিচালক হোসনেয়ারা লাভলী, এমডিও এর নির্বাহী পরিচালক মো. মাসুদ রোকনী, টিএমএসএস এর জোনাল ম্যানেজার মো. ইসহাক আলী, বুরো বাংলাদেশ এর জোনাল ম্যানেজার আবুল হোসেন মিয়া প্রমুখ।
সভা পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রাশেদ হোসাইন।
সভার সমাপনী আলোচনায় সভাপতি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন ক্ষুদ্রঋণ কার্যক্রম দেশের গ্রামীন অর্থনীতিতে গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি আরও বলেন যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতে হয় সেহেতু কর্যক্রম পরিচালনায় আরও সর্তক হতে হবে। এছাড়াও কাজের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন সংক্রন্ত পরিবর্তনের ছাপ দৃশ্যমান হয় সেলক্ষ্যে কাজ করার জন্য পরামর্শ দেন।
সভা শেষে জেলা প্রশাসক যুগ্ন সচিব পদে পদন্নতি ও বদলী জনিত কারণে তাকে ক্ষুদ্রঋণ সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।