কাজীপুর প্রতিনিধি: হতদরিদ্রদের বিশেষ প্রকল্প ১৫ টাকা কেজি চাল যা খাদ্য বান্ধব কর্মসূচী হিসাবে অভিহিত। রোববার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের কার্ডধারীদের মাঝে এ চাল বিক্রয় শুরু হয়। দুইদিন ব্যাপী বিক্রি হয় এচাল। শিমুলদাইড় বাজার এলাকায় ডিলারের দোকান থেকে ত্রিশ কেজি করে চাল কেনেন দরিদ্ররা।
সরেজমিন দেখা গেছে, শিমুলদাইড় বাজার এলাকায় ডিলারের দোকানের সামনে বৈধ কার্ডধারী নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। ভিতরে ডিলারের লোকজন কার্ড যাচাই-বাছাই করে চাল বিক্রি করছেন। দুই ধাপের চাল একসাথে কেনার সুযোগ পাচ্ছেন সুবিধাভোগীরা।
এসময় সেনাবাহিনীর টহল টিম বিক্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শরিফ কার্ডধারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল কিনুন। চাল নিয়ে কালোবাজারে বিক্রি করবেন না।’
চাল কিনতে আসা কয়েকজন বলেন, ‘আমরা লাইনে দাঁড়িয়ে চাউল কিনছি। চাল বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। দুই ধাপের চাল এক সাথে পাচ্ছি। আমরা খুব খুশি।’ ডিলার আব্দুল মান্নান মণ্ডল বলেন, ‘আমরা কার্ড যাচাই-বাছাই করে বৈধ কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করছি। চাল যাতে কালোবাজারে কেউ বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখছি। আমার ইউনিয়নে ৭৯৭ জন বৈধ কার্ডধারী আছেন যারা সবাই চাল কিনতে পারবেন।