সদরসিরাজগঞ্জ

এনডিপির উদ্যোগে সফল খামারী উদ্যোক্তা সম্মাননা প্রদান

এনডিপি কৃষি ইউনিটের আওতায় সফল খামারী উদ্যোক্তা সম্মাননা প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়। গত ২৭মে মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আমতলা বাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ খামারবাড়ি এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মশকর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি জোনাল ম্যানেজার মো. গোলাম মোস্তফা, এরিয়া ম্যানেজার আনিসুর রহমান, এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপকসহ কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোসলেম উদ্দিন আহমেদ বলেন, এনডিপি বর্তমানে ৪২ টি প্রকল্প বাস্তবায়ন করছে। এনডিপি ১৯৯২ থেকে সাল থেকে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থা ক্রেডিট সাপোর্ট প্রোগ্রামের পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করে যাচ্ছে। কৃষি ইউনিটের কর্ম এলাকায় এনডিপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে তার গৌরবময় ইতিহাস তুলে ধরেন পরিচালক। কৃষি ইউনিটের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন একটি আধুনিক প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়নের পর উক্ত প্রযুক্তির সফলতা দেখে নিকটবর্তী কৃষক সেই কার্যক্রম করতে আগ্রহ সহকারে তা বাস্তবায়ন করলে তাহলে এই ইউনিটের সফলতা আসবে। আগামী দিনগুলোতে কৃষি আরও চ্যালেঞ্জের মুখোমুখী হবে সেজন্য ফসলের নতুন জাত ব্যবহার করতে হবে বলে উল্লেখ করেন। চলতি বছরে যেকল উদ্যোক্তা সফলতার সহিত কার্যক্রম বাস্তবায়ন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানা সভাপতি। অন্যরা তাদের সফলতা দেখে আরও উদ্বুদ্ভ হয়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা আমাদের প্রত্যাশা। সভাপতি মহোদয় বলেন আজকের সম্মাননা অনুষ্ঠানে যেসকল উদ্যোক্তা পুরষ্কার গ্রহণ করলেন তারা যেন সরকারিভাবে এআইপি নির্বাচিত হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার নিকট প্রত্যাশা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সরকারি বেসরকারি প্রয়াসে দেশে গবাদি প্রাণির লালন পালন এবং ব্যবস্থাপনা অনেক উন্নত হওয়ার কারনে প্রাণিসম্পদ খাত অভাবনীয় উন্নতি সাধন করেছে। আজকের সফল উদ্যোক্তা সম্মাননায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি উদ্যোক্তা সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যান্য খামারীরা পূর্ণদ্যোমে কাজ করে সফলতা লাভ করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে বলেন, মাঠে সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থা যৌথভাবে কাজ করছে বলে দেশে কৃষির বিভিন্ন প্রযুক্তি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হচ্ছে। যার কারনে কৃষি সেক্টর দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনে সক্ষম হচ্ছে। আজকের উদ্যোক্তা সম্মাননা অন্যদের প্রেরণা জোগাবে। বেসরকারি কৃষি এবং প্রাণিসম্পদ খাতে এইভাবে সম্মাননা প্রদান করা হয় এটা আমার জানা ছিলনা বলে উল্লেখ করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপপরিচালক বলেন, যেসকল কৃষক কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তাদেরকে সরকারিভাবে এআইপি মর্যাদা দেয়া হয়। এনডিপি উদ্যোক্তা সম্মাননা প্রদান ২০২৫ অবশ্যই কৃষকদের মাঝে পজিটিভ ধারণা তৈরি করবে। অনেক বড় পরিসরে আয়োজন দেখে আমি খুবই আনন্দিত। কৃষি এবং প্রাণিসম্পদ দেশের উন্নয়নে একটি বড় অংশীদার। আর সেই অংশীদারে বেসরকারি সংস্থা পিছিয়ে নেই। সমন্বিতভাবে আমাদেরকে কৃষি ক্ষেত্রে আরও বিল্পব ঘটাতে হবে। আজকের সম্মননা আয়োজনে সবাই উদ্বুদ্ধ হয়ে কৃষির আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করতে হবে। এই অর্থবছরে যেসকল কৃষক সম্মাননা পাননি তাদের চেষ্টা থাকবে এনডিপি থেকে আগামী অর্থবছরে ভাল কাজের মাধ্যমে প্রতিষ্টা করা এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত এআইপি হিসেবে গড়ে তোলা। সামগ্রিকভাবে কৃষি ইউনিটের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে আমি প্রত্যাশা করি। পরিশেষে এনডিপি’কে ধন্যবাদ জানান অতিরিক্ত উপপরিচালক।

কৃষি খাতে চুঁইঝাল চাষ এবং উচ্চমূল্যের ফল (ড্রাগন)উৎপাদনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় দুইজন উদ্যেক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রাণিসম্পদ খাতে নিরাপদ মাংস উৎপাদনে সঠিক জীব নিরাপত্তায় জলবায়ু সহিঞ্চু বাউ মুরগী পালন এবং মাংসের জন্য ব্রয়লার টাইপের পেকিন জাতের হাঁস পালনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় দুইজনকে উদ্যোক্তা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ দেয়া হয়্। উল্লেখ্য, কৃষি ইউনিটের কার্যক্রম এনডিপি ২০১৩-১৪ অর্থবছর থেকে বাস্তবায়ন করে আসছে। পরিবেশবান্ধব লাগসই প্রযুক্তি বিস্তারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব হৃাস করা এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করা উক্ত ইউনিটের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button