সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তয় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ও জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পাই সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ, জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরীফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, স্থানীয় সরকার সিরাজগঞ্জের সহকারী পরিচালক প্রতীতি পিয়া, এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, গ্রাম আদালত জেলা ম্যানেজার মো. আব্দুল হান্নান ও প্রোগ্রাম এন্ড ফাইনের্জ এ্যাসিডেন্ট মো. কাউসার জামান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, সুক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, ডেলটা ডেভেলপমেন্ট প্রজেক্ট জেলা সমন্বয়কারী ইকবাল সিদ্দিকী, ডিএসবি মো. আহসানুজ্জামান, এনএস আই মো. আব্দুল মোতালেব। এছাড়ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।