Uncategorized

র‌্যাব-১২ অভিযানে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে থেকে ৯শত ৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব ১২ অভিযানিক দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল অফোন ও নগদ ৮শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নন্দীপুর গ্রামের মোছা. তানজিলা (৩৯)ও ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মোছাঃ গুলশান আরা (৪২), উভয় দিনাজপুর জেলার হাকিমপুর থানার।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে, সহকারী পুলিশ সুপার, মো. উসমান গণি, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২৬ আগষ্ট রাতে এ আভিযানিক পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।  গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button