কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এ অভিযান বাস্তবায়ন করে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু করে অভিযানটি চলে দুপুর পর্যন্ত।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাটুয়ারপাড়া, মাইজবাড়ি, খাসরাজবাড়ি ইউনিয়নেরর যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ১৬৫ সেট ‘ চায়না দুয়ারি’ জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় দেড় হাজার মিটার। ৮ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়। জব্দকৃত জাল দুপুরে মেঘাই নৌ-বন্দর এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলশের উপ-পরিদর্শক মাইদুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।
কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এমনিতেই প্রতিমাসে অভিযান পরিচালনা করা হতো। এখন থেকে প্রতি সপ্তাহেই অভিযান চালাবো। অভিযান কালে কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।