শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ৮ বস্তায় প্রায় ৩৬০ কেজি চাল উদ্ধার হয়। গত ১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় এলাকাবাসী হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর স-মিলের সামলে ৮ টি বস্তায় চাল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেরে উপজেলা প্রশাসনকে খবর দিলে এ.এস. আই গোলাম মোস্তফার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৮ বস্তা চাল উদ্ধার করে।
এলাকাবাসী জানান, একটি ভ্যানে চাউল নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে ভ্যান ঠেকিয়ে চালককে জিজ্ঞেসা করলে জানায়, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল সদরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায়। তারা আরও বলে, সুযোগ বুঝে চাল ফেলে রেখে ভ্যান চালক পালিয়ে যায়।
এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা চালগুলো উদ্ধার করা হয়েছে। এবং পরে জিডিমূলে উক্ত চালগুলো আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে সঠিকভাবে উপকারভোগীদের বাছাই না করায় এবং গরীবের চাউল কালোবাজারীদের বিচারের আওতায় আনা হয় না বলেই তারা বারবার দুস্থদের চাউল কালো বাজারে বিক্রির সাহস পায় বলে ক্ষোপ প্রকাশ করেন এলাকাবাসী। এদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের মুঠোফোনে বারংবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।