সিরাজগঞ্জের রায়গঞ্জের সুব্রত কুমার চীনের নানচিং ইউনিভাসিটি অব দি আর্টস বিশ্ববিদ্যালয়ের সেরা গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করল।
সোমবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুব্রতের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সুব্রত কুমার একই বিশ্ববিদ্যালয় থেকে সেরা বিদেশি শিক্ষার্থী হিসেবে এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন।
সুব্রত কুমার রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্রের রায়গঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা প্রদীপ কুমার ভৌমিক ও স্বর্গীয় গীতা রানী ভৌমিকের পুত্র ।
বাংলাদেশী শিক্ষার্থী সুব্রত কুমার রাজশাহী বিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনের নানচিং ইউনিভাসিটি অব দি আর্টস এ ভর্তি হন। এ বছর সেখান থেকে গ্রাফিক্স ডিজাইনে সফল ভাবে পোষ্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
রায়গঞ্জের মেধাবি কৃতিসন্তান চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন এবং সুব্রত কুমার ভৌমিকের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বার্তা প্রেরণ করেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, সহসভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ.এম. মোনায়েম খান, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসরাম, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী, দপ্তর সম্পাদক মো. আশরাফ আলী, সাবেক সভাপতি দীপক কুমার কার, কার্যনির্বাহী কমিটির সদস্য স.ম.আব্দুস ছাত্তার, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলম, সদস্য মো. ফজলুল হক খান, রিপোটার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুলসহ রায়গঞ্জ প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।