সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ চেম্বারের  ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ৩৯তম বার্ষিক সাধারন সভা ও নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার ২৩ ডিসেম্বর দুপুরে চেম্বার সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ চেম্বারে প্রেসিডেন্ট আবু ইউসূফ সুর্যর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তমাল হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসহাক আলী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম ও রাশেদ ইউসুফ জুয়েল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস ও আব্দুল বারী সেখ, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নাসহ চেম্বারের পরিচালক ও অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গতবছরের আয় ব্যয়ের হিসাব উত্থাপন করে তা সর্ব সম্মতিক্রমে পাশ করা হয় এবং ২০২৪ সালের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব উত্থাপন করে তার মতামত গ্রহন করা হয়। এতে মোট আয় দেখানো হয় ৩৭ লাখ ৩১ হাজার ২০০, ব্যয় দেখানো হয় ৩৩ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এসময় সিরাজগঞ্জ চেম্বারে প্রেসিডেন্ট আবু ইউসূফ সুর্য সিরাজগঞ্জের ব্যবসা সহ সার্বিক উন্নয়নে উপস্থিত সবার সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button