তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসডিএফ’র আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিনামূল্যে ওই ছাগল বিতরণ করা হয়।
এসডিএফ’র পরিচালক হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সোহানুর রহমান, সিডিএমএস’র পরিচালক আব্দুল মালেক, এসডিএফ- এর সুপারভাইজার, মো. মাসুদুর রহমান, পশু চিকিৎসক মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ জন অসহায় দুঃস্থ্য মহিলার মাঝে ৫ টি ছাগল বিতরণ করেন।