কাজিপুর প্রতিনিধি: শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে শোভাযাত্রাটি উপজেলার ভানুডাঙ্গা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভানুডাঙ্গা শাখার আয়োজনে জন্মাষ্টমী এর শোভাযাত্রা বের হয়। গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূজা মন্দিরে এসে আরাধনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক, ভানুডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার ঘোষ, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস ছামাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা, আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের প্রভাষক সমিদ কুমার দেব, শ্যামা প্রসাদ প্রমুখ।