বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ক্লাইমেট অ্যালায়েন্স (জেন্ডার সমতা ও জলবায়ু জোট) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
০৯ ফেব্রুয়ারি এনডিপি’র মাছুমপুর শাখা অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৃণমূল নারী নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এবং কার্যকর জলবায়ু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে নারী ও মেয়েরা জলবায়ু পরিবর্তনের কারণে অধিক ঝুঁকির মুখে পড়ে এবং নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, সরকারি-বেসরকারি নেটওয়ার্কের সাথে সমন্বয় বৃদ্ধি এবং নীতি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও গুলোর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিবৃন্দ, সহকারী অধ্যাপক অ্যাড. মাহবুব-এ-খোদা টুটুল, নারী দলের সদস্যবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জেন্ডার সমতা ও জলবায়ু জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।