জাতীয়

জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র এলাকায় খরার প্রকোপ বাড়ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন একুশ শতকের একটি অন্যতম বৈশ্বিক ঝুঁকি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত হটস্পটগুলোর মধ্যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে নওগাঁ জেলা অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকায় খরার প্রকোপ ক্রমাগত বাড়ছে।’

গতকাল শনিবার সকাল ১০টায় নওগাঁয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট প্রকল্পের অবহিতকরণ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাকক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ কর্মশালার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, এক্ষেত্রে পিকেএসএফের ইসিসিসিপি-ড্রট প্রকল্প ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির আধার বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারের লক্ষ্যে বরেন্দ্র অঞ্চল বিশেষ করে নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও পত্নীতলায় অবস্থিত বিভিন্ন খালগুলোকে সারাবছর সচল রাখতে হবে। খালে সারা বছর পানির সরবরাহ নিশ্চিত করতে পদ্মা, মহানন্দার মতো বড় নদী থেকে খালে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছোট ছোট প্রকল্পে টাকা ব্যয় না করে বড় নদী থেকে খালে পানি সরবরাহ ব্যবস্থা করা গেলে এই অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বেড়ে যাবে। এতে করে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাবে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকবে। নদী-খাল পুনর্জীবিত করার পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচুর বৃক্ষরোপণ করতে হবে

এ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘খরার প্রকোপ বাড়ার ফলে বরেন্দ্র অঞ্চলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, কৃষিজমির জন্য পানি হ্রাস পাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য সেচ ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ, নদী ও খাল পুনর্খনন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো ইত্যাদি অন্যতম।’ এই প্রকল্প ও উদ্যোগগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার প্রতি তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কর্মকান্ডের ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক।

কর্মশালায় এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান সহ, সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পিকেএসএফের সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী ১৮টি সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্য কর্মকর্তারাও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button