চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানবন্ধন

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: গণহত্যার বিচার বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে  উপজেলার চৌহালী সরকারি কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

আর পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পয়লা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. মোজাম্মেল হক, খাষকাউলিয়া দক্ষিণ জোতপাড়া মাদ্রাসার সুপার মাও. লুৎফর রহমান, পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল বাতেন সিদ্দিকী, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুম্ভুদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মূন্সি।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতুর কাছে স্মারকলিপি দেয়া হয়। বক্তারা বলেন, সঠিক ভাবে রাষ্ট্র পরিচালনায় করলে সমর্থনের কথা জানিয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে দেয়াসহ বিগত সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন, বেসরকারি স্কুল-মাদ্রাসা সরকারি করলে সরকারের ক্ষতি যাবেনা বরং লাভবান হবেন এবং মেধাবীরা এখানে আসতে উৎসাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button