স্টাফ রিপোর্টার : গত সোমবার যথাযোগ্য মর্যাদায় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন, র্যালি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও বিশেষ মোনাযাত এর আয়োজন করা হয়।
দিবসের সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি আলহাজ ইসহাক আলী, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু ও হাজী আহমাদ আলী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. রওশন আলী, সহকারী শিক্ষক সেলিনা খাতুন, মো. শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন অজকের ছাত্ররা আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে বুঝতে হবে। এর জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী ও কারাগারের রোজ নামচা বই দুটি বিশেষ গুরত্বে সাথে পড়তে হবে।
সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিদ্যালয়ের শিক্ষকগন ও ছাত্ররা উপস্থিত ছিলেন। শুরুতে কোনআন ও গীতা থেকে পাঠ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদৎবরণকারী সকল শহিদের আত্বার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাযাত করা হয়। জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. আইয়ুব আলী দোয়া ও মোনাযাত পরিচালনা করেন।
পরে বাদ যোহর জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদৎবরণকারী সকল শহিদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাযাত করা হয়।