তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার বর্বরচিত হত্যাকান্ড ও ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় তাড়াশ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াতের দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে পৌর জামায়াতের সভাপতি মো. কাওসার হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইন, উপজেলা নায়েবে আমি মাওলানা মোখতার হোসাইন, সেক্রেটারি মাওলানা শাজাহান আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য ইউনুস আলী, অধ্যাপক আবুল বাশার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দীক, বারুহাস ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, নওগাঁ ইউনিয়ন সেক্রেটারি মো. ফজলুল হক প্রমুখ।
প্রতিবাদ সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই -আগস্ট পর্যন্ত সকল গণহত্যার বিচার দ্রুততার সাথে শেষ করে শেখ হাসিনাসহ পলাতক সকল হত্যাকারী কে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য দাবি জানানো হয়।