খেলা

টি-টোয়েন্টি দিয়ে শুরু বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফেরার আগেই বাংলাদেশ দলের আরেকটি সফরের সূচি ঘোষিত হলো। ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলাগুলো অবশ্য আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়।বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই ও ২ আগস্ট হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সব কটি ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। আজ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি জানানো হয়।সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দলের সঙ্গে এখনই দেশে ফিরছেন না। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ড গিয়েছেন, ফিরবেন ২২ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button