সদরসিরাজগঞ্জ

দুপুরের খাওয়ার সময়ও পাননি শেখ হাসিনা, পালাতে বাধ্য হয়েছেন: টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরের খাওয়ার সময় পাননি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ-এটা মাথায় রেখে মানুষের সঙ্গে মিশবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি।

গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জন্মস্থান সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে বাবা-মা ও দাদির কবর জিয়ারত শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি আরও বলেন, তারেক রহমান যেকোনো সময় দেশে আসবেন। সেদিন লাখো কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সঙ্গে জড়িত তারা রাজনীতি করতে পারবেন না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

আলোচনা সভায় সময় জেলা সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই বছর পর জন্মস্থান কয়েলগাতী গ্রামে ফিরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button