সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবি শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট (ট্যাব) ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মত বিনিময় সভা ও বিদ্যালয় পর্যায়ে ল্যাপটপ বিতরণ করা হয়। মঙ্গলবার, ৯ মে দুপুরে উপজেলা কাঁঠাল বাগান চত্বরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয় ও উপজেলার ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম(ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, পরিসংখ্যান তদন্তকারী সহেল রানা, জেলা পরিষদ সদস্য মাসুদ রানা প্রমূখ।