এনজিও মানুষের উপকারের জন্যেই কাজ করে থাকে। সরকারের সহযোগী হিসাবে এনজিওর ভূমিকা অপরিসীম। এনডিপি সে ধারায় সরকারের সহযোগি হিসাবে গত ৩১ বছর ধরে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং পিকেএসএফ যেসব এনজিওর সাথে কাজ করে তাঁদের মধ্যে এনডিপি একটি ‘এ’ ক্যাটাগরির সংগঠন একথা বলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি। দেশের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এসময় তিনি এনডিপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল ৭ জানুয়ারি, শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে এনডিপির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. নমিতা হালদার এনডিসি ও সংস্থার পতাকা উত্তোলন করেন সংস্থার চেয়ারম্যান আলেয়া আকতার বানু। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি’র নির্বাহী পরিষদ এর চেয়ারপারসন আলেয়া আকতার বানু।
আলোচনা অনষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। তিনি তার বক্তব্যে এনডিপির কার্যক্রম ও কর্মএলাকার সুবিধাভোগী জনগোষ্ঠির সংখ্যা ও ধরন উল্লেখ করে বলেন এনডিপি দুর্যোগ, কৃষি উন্নয়ন, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, প্রবীনদের সহায়তা, নারী উন্নয়ন ও তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখছে। তিনি জানান ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি একসময় সিরাজগঞ্জ জেলায় কাজ শুরু করলেও বর্তমানে এর পরিধি দেশের ২০টি জেলায় সম্প্রসারিত। বর্তমানে এনডিপি লাখো সুবিধাভোগীদের মাঝে বাস্তবায়ন করছে প্রায় ৪০টিরও অধিক প্রকল্প-কর্মসূচি। নির্বাহি পরিচালক এসময় তিনি এনডিপি বাস্তবায়িত প্রকল্প ও কর্মসূচির সহযোগী উন্নয়ন সংস্থা, এনডিপির অতীত ও বর্তমান সাধারণ পরিষদ সদস্য, নির্বাহী পরিষদ সদস্য, সংস্থার কর্মরত কর্মকর্তাসহ সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করা সব থেকে বড় ইবাদত। এনডিপির মত সংগঠনগুলো সে কাজটি সততার সাথে করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জ এর উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল এর এ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর এ.এফ.এম মঈন, বিশ্ব খাদ্য কর্মসূচির এর প্রোগ্রাম পলিসি অফিসার মো. আব্দুস সোবাহান, সুইচ কন্ট্যাক্ট এর সিনিয়র ব্যবস্থাপক ইয়াসির আরাফাত, এমজেএফ এর পরিচালক এস.এম. জুবায়ের আলী খান, কেয়ার বাংলাদেশ এর প্রোগ্রাম সমন্বকারী মো. রাকিবুল ইসলাম, দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিফ কাজী ফয়সাল বিন সিরাজ।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুল আমীন, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যাম কর্মকর্তাগণ উপস্থিত। অনুষ্ঠানের সভাপতি সমাপনি বক্তব্যে বলেন, এনডিপি আলাউদ্দিন খানের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সেকারণেই গত ৩১ বছরের পরিক্রমায় যমুনা পাড়ের মানুষদের সাথে সাথে বাংলাদেশের অনেক অঞ্চলের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়েছে এনডিপি- বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনজন সমাজকর্মী, এনডিপির সুবিধাভোগী ৩ জন সফল উদ্যোক্তাকে দুইটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কর্মসূচি প্রদর্শনীতে শ্রেষ্ঠ স্টল এর জন্য সংস্থার জালানী ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি, অর্থনৈতিক উন্নয়ন ও কর্ম সংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক কর্মসূচিকে পুরস্কৃত করা হয়। শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ এনডিপির বিভিন্ন প্রজেক্ট ও কর্মসূচির কার্যক্রমের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং এনডিপির কমন তাঁত ব্রান্ড ই-বসন এর উদ্বোধন করেন।
অনুষ্ঠান পরবর্তীতে প্রধান অতিথি জনাব ড. নমিতা হালদার এনডিসি মহোদয় কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামে এনডিপি’র স্বাস্থ্য সেবামূলক উদ্যোগে বাস্তবায়নকৃত নাসিমা-আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন।