ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) তাঁত প্রকল্পের আওতায় এনডিপি তাঁত প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের নিয়ে জলবায়ু ঝুঁকি ও জলবায়ূ সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটির স্বাগত ও উদ্বোধনী বক্তবে এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান অংশগ্রহনকারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আয়োজিত প্রশিক্ষণটি সহায়ক ভূমিকা পালন করবে। তাঁত শিল্পের বর্জ্য যত্রতত্র ফেলে দেয়ার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে যা স্থানীয় জনস্বাস্থ্য ঝুকি বাড়াচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশের ঝুঁকি হ্রাস করে পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।
পরিবেশ অধিদপ্তর-সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক তুহিন আলম উদ্যোক্তাদের তাঁত শিল্প কর্তৃক পরিবেশের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তাঁতের সুতা প্রক্রিয়াকরণে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। ফলে সৃষ্ট তরল বর্জ্যে হুমকির মুখে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্ষতিগ্রস্থ হচ্ছে উর্বর ফসলি জমি। বিপুল সংখ্যক মানুষ বসবাস করছেন স্বাস্থ্যঝুঁকির মধ্যে। নানা ধরনের রাসায়নিক দ্রব্য, রঙ ও পানি মিশিয়ে রঙিন করা হচ্ছে তাঁতের সুতা। আর রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি ফেলা হচ্ছে আশপাশের ডোবা-নালা, খাল-বিল ও নদীতে হুমকিতে পড়ছে পরিবেশ, জীববৈচিত্র ও জনস্বাস্থ্য।
দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। তিনি RECP তথা সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ নিশ্চিত এর জন্য প্রকল্প থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মে উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।
এছাড়াও প্রশিক্ষণে আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডল জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে স্মার্ট-তাঁত প্রকল্প সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন। দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের এনভায়রমেন্ট ও আরইসিপি অফিসার মো. মুস্তাফিজুর রহমান, এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার অনন্ত মুরমু, সহকারী টেকনিক্যাল অফিসার এসএম হাসিবুর রহমান, ও মো. আনিছুল ইসলাম-অ্যাকাউন্টর এন্ড ফাউন্যান্স অফিসার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং ‘সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ (Resource Efficient and Cleaner Production- RECP)করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে Sustainable Microenterprise and Resilient Transformation (SMART প্রকল্পটি গৃহীত হয়েছে। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এই প্রকল্প দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত। প্রকল্পের মোট বাজেট ৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বিশ্ব্যাংক এবং পিকেএসএফ যথাক্রমে ২৫ কোটি ও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য ক্ষুদ্র-উদ্যোগে সম্পদ-সাশ্রয়ী ও ঘাত-সহিষ্ণু সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।