কামারখন্দসদরসিরাজগঞ্জ

এনডিপি (স্মার্ট) তাঁত প্রকল্পের জলবায়ু বিপদাপন্ন ও সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) তাঁত প্রকল্পের আওতায় এনডিপি তাঁত প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার ২৩ জন তাঁত উদ্যোক্তাদের নিয়ে জলবায়ু বিপদাপন্ন ও জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি পরিবেশ ও RECP অফিসার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান এর সমন্বয় ও উপস্থাপনায় পরিচালিত হয়। পরিবেশের ক্ষতিকর প্রভাব রোধে তাঁত কারখানায় সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অংশগ্রহনকারীদের উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধি এবং জঊঈচ তথা সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ নিশ্চিত করার লক্ষে প্রকল্পের উপকারভোগীদের নিয়ে প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি পর্যবেক্ষণ করার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর দুই জন প্রতিনিধি শাওন জোয়াদ্দার, প্রোগ্রাম ম্যানেজার ও মোহাম্মদ সালাহ উদ্দিন, অ্যাসিসটেন্ট প্রোগ্রাম ম্যানেজার (ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি ডিভালপমেন্ট) উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উভয়ে বলেন যে, জলবায়ু পরিবর্তন এর প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপি নানান পদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করা হচেছ। জলবায়ু পরিবর্তনের জন্য মানবসৃষ্ট যে চর্চাগুলো রয়েছে তা যার যার অবস্থান থেকে নিয়ন্ত্রন করার জন্য আহ্বান জানান।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের এনভায়রমেন্ট ও আরইসিপি অফিসার মো. মুস্তাফিজুর রহমান, এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার অনন্ত মুরমু, সহকারী টেকনিক্যাল অফিসার মো. ফয়সাল আহমেদ খান, টেকনিক্যাল অফিসার মো.সাখাওয়াত হোসেন ও মো. আনিছুল ইসলাম-অ্যাকাউন্টর এন্ড ফাইন্যান্স অফিসার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং ‘সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ (Resource Efficient and Cleaner Production- RECP) করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পটি গৃহীত হয়েছে। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এই প্রকল্প দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুন্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত। প্রকল্পের মোট বাজেট ৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বিশ্ব্যাংক এবং পিকেএসএফ যথাক্রমে ২৫ কোটি ও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য, ক্ষুদ্র-উদ্যোগে সম্পদ-সাশ্রয়ী ও ঘাত-সহিষ্ণু সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button