তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় জুই এন্ড জিসান ভ্যারাইটি স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মায়ের দোয়া খাবার হোটেলকে লাইসেন্স, মূল্য তালিকা না রাখা, বাসি খাদ্য সংরক্ষণের দায়ে অর্থ জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার মহিষলুটি বাজারে জুই এন্ড জিসান ভ্যারাইটি স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য (বিভিন্ন ব্রান্ডের পানীয়, বিস্কিট, কসমেটিকস, তেল, ল্যাকটোজেন ইত্যাদি) বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জড়িমানা করেন। অপর দিকে মান্নাননগর নামক স্থানে মায়ের দোয়া হোটেলকে লাইসেন্স, মূল্য তালিকা না রাখা, বাসি খাদ্য সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জড়িমানা করেন। তাড়াশ থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান অভিযানে সহযোগিতা প্রদান করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান জানান, জুই এন্ড জিসান ভ্যারাইটি স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও লাইসেন্স, মূল্য তালিকা না রাখা, বাসি খাদ্য সংরক্ষণের দায়ে মায়ের দোয়া খাবার হোটেলকে অর্থ জড়িমানা করা হয়েছে। আর এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।