সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম তার ছেলে কলেজ শিক্ষার্থী মো. নাঈম (১৭) কে নিয়ে গ্রামের বাড়ি বেলকুচি যাওয়ার পথে সলঙ্গার বনবাড়য়িা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছেলে নাঈম নিহত হয়।
তাড়াশ মহিলা ডিগগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল নিহত নাঈম এর বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থীর বাবা অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুত্বর আহত হয়ে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ আগষ্ট) সকাল ১১টার দিকে সলঙ্গা নামক স্থানে।
পারিবারিক সূত্রে জানাগেছে, অধ্যাপক মাজহারুল ইসলাম তাড়াশের ভাদাস বাসা থেকে সিএনজিতে তার গ্রামের বাড়ি বেলকুচি যাওয়ার পথে সলঙ্গার বনবাড়য়িা নামক স্থানে সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী নাঈম নিহত হয়।
এ ঘটনায় তাড়াশ মহিলা ডিগগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবালসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, নাঈমের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।