বেলকুচিসিরাজগঞ্জ

জাপুর ডিগ্রি কলেজের আয়োজনে  তারুণ্য মেলা অনুষ্ঠিত

রাসিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে অবস্থিত “রাজাপুর ডিগ্রি কলেজ”র আয়োজনে, “এসো বদলাই পৃথিবী বদলাই” এশ্লোগান নিয়ে-“তারুণ্য উৎসব”-২০২৫, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে আলোচনা, শহীদদের জন্য দোয়া, তারুণ্য মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রিমিয়ারলিগের (বিপিএল) এর সহযোগিতায় বুধবার (১৫ জানুয়ারি) সকাল হতে দিনব্যাপী রাজাপুর কলেজ প্রাঙ্গণে উক্ত ‘তারুণ্য উৎসব’ মেলায় ঐতিহ্যবাহী রাজাপুরের বিখ্যাত দই বিক্রি, বেলকুচি-সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রদর্শন, উদ্যোক্তা প্রদর্শনী স্টল-শীতের পিঠা-পুলি, বেলকুচি-সিরাজগঞ্জের মৌসুমী ফল প্রদর্শন করা হয়।

এ তারুণ্য উৎসব মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব এবং রাজাপুর ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. বণি আমিন এবং সভাপতিত্ব করেন, রাজাপুর ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ শাহীন বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডি সদস্য মো. আলী আজাহার মন্ডল, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার আকন্দ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তুষার কুমার দাস, আশরাফুজ্জামান নুরী এবং ২০২৪ জুলাই বিপ্লবে আহত তরুণ কামরুল ইসলাম ও নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস.এম.আব্দুর রউফ।

এ তারুণ্য উৎসব মেলায়, কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ-তরুণী, সুধীজন, গুণীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button