সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডার এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ত্রৈমাসিক সমন্বয় সভা ২৮ নভেম্বর সোমবার সকাল ১১ টায় শহরের মাছুমপুরে এনডিপির শাখা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)‘র সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জিনাত জাহান।

প্রধান অতিথি তার বক্তব্যে আইনগত সহায়তা আইনে মানবাধিকার লংঘন ও নারীর প্রতিসহিংসতার প্রতিকার পাওয়ার বিভিন্ন আইনগত দিক ব্যাখা সহকারে  তুলে ধরেন। প্রধান অতিথি এসময় মানবাধিকার লংঘন বিশেষ করে নারীন প্রতি সহিংসতায় গরীব নাগরিকদের আইনগত সহায়তা আইনের আওতায় সেবা প্রদানের ও সেবা গ্রহনের বিষয়ও তুলে ধরেন।

ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব ও প্রারম্ভিক বক্তব্য রাখেন এনডিপির নির্বাহী পরিচালক ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন খান। তিনি সভার শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে এনডিপি ও এমএসএফ কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে  আরও বলেন, এককভাবে মানবাধিকার লংঘনের ঘটনার প্রতিকার সম্ভব নয়। এজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন তাহলেই কেবল নারীর প্রতি সহিংসতা, ধর্ষন, ইভটিজিং, ধর্ষনের পর হত্যা, শারিরীক নির্যাতনের মত মানবাধিকার লংঘনের ঘটনার প্রতিকার করা সম্ভব। তিনি এসময় সবাইকে সম্মিলিত উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা প্রদানের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)‘র স্টাফ আইনজীবী নাসরিন মাহমুদ তার বক্তব্যে বলেন, মানবাধিকার লংঘিত হলে তার প্রতিকার ও আইনগত সহায়তার জন্য প্রয়োজন ফ্যাক্টস ফাইডিং। আর একাজ তৃণমূল থেকে করলে ফলপ্রসু হতে পারে। সেজন্যই এমএসএফ তৃণমূল পর্যায়ে বন্ধু সংগঠনদের নিয়ে কাজ করে। এমএসএফ সিরাজগঞ্জ বন্ধু সংগঠন এনডিপির মাধ্যমে কাজ করছে।

সভার সঞ্চালক এনডিপি‘র উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান পল ত্রৈমাসিক প্রতিবেদন উন্থাপন করেন। এসময় তিনি গত তিন মাসে সিরাজগঞ্জে মানবাধিকার লংঘিত হওয়ার ৬টি  ঘটনা এবং এবিষয়ে এসএমএফ এর গৃহিত পদক্ষেপ তুলে ধরেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সিরাজগঞ্জে নারী প্রতি সহিংসতা, সরকারি স্বাস্থ্য সেবায় অবহেলা ও দায়িত্বশীলতার অভাব, সঠিকভাবে পরিচালনায় নজরদারির ঘাটতি, জবাবদিহিতার প্রয়োজনীয়তার বিষয় ব্যাখাসহ তুলে ধরেন।

সভায় এমএসএফ এর সিনিয়র সিনিয়র স্টাফ ল‘ইয়ার নাহিদ শামস, স্থানীয় পর্যায়ে মানবাধিকার লংঘনের ঘটনায় যথাযথ প্রতিকারে এমএসএফ এর পক্ষ থেকে সহায়তা প্রদানের কথা সভাকে অবহিত করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম জেলা কো অর্ডিনেটর মো. আব্দুল মাজেদ, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, এনডিপি‘র উপব্যবস্থাপক (প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচি) শিপন চন্দ্র নাগ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন, আর্চেস নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম জুয়েল, হিউম্যান রাইটস ডিফেন্ডার রোটারিয়ান নরেশ ভৌমিক,অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা, সমতা‘র নির্বাহী পরিচালক মো. আব্দুল বাতেন ভুইয়া, রায়গঞ্জ উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস ও নারী নেত্রী সাবিনা ইয়াসমিনসহ জেলা পর্যায়ের সকল ডিফেন্ডারগণ উপস্থিত ছিলেন।

ত্রৈমাসিক সমন্বয় সভায় ১লা জুলাই ২২ খ্রি. থেকে ৩১ সেপ্টেম্বর ২২ খ্রি. পর্যন্ত সময়ে ফেক্টফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন এবং সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লংঘনজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার ফলোআপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button