সদরসিরাজগঞ্জ

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টলারি লে:কর্নেল মো. ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, এনএসআই যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মহিবুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার,  শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন, সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক, সাধারণ সম্পাদক জনি শাহা সহ জেলা ও উপজেলার ইউএনও, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, জেলার দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আনসার ও পুলিশ বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হবে। এছাড়া র‌্যাব এর টহল কার্যক্রম চলমান থাকবে। দূর্গা পূজা উপলক্ষে মেলায় কোনো ধরনের মাদক সেবন, জুয়া, হাউজি সহ কোনো অনৈতিক কাজ করা যাবেনা। এছাড়া কোনো ধরনের আতশবাজি, ডিজে পার্টি এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যানজট নিরসনে পূজা বিসর্জনের দিন প্রধান সড়কে কোন টমটম, সিএনজি, অটোরিকশা চালানো যাবে না। আপনারা নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থা করবেন। প্রয়োজনে তাদের জন্য নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করতে হবে। বিসর্জনের দিন বিসর্জন স্থলে অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকবেন।

জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সিরাজগঞ্জ জেলার দূর্গা পূজায় তেমন কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে না। আশা করছি এবারও সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপন করতে পারবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জন্য আবেদন জানান। এছাড়া অধিক নিরাপত্তার জন্য প্রত্যেক পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠুভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে তারা নিজেরা সবোর্চ্চ সতর্ক থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ সহযোগীতা কামনা করি। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার উপজেলায় সর্বমোট ৪৯৯ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button