স্টাফ রিপোর্টার: আমরা এগিয়ে যাওয়া প্রত্যয়ে এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছরে পদার্পনে সিরাজগঞ্জে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার, ১২ আগষ্ট, সকাল ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়া পত্রিকার ব্যুরো প্রধান ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ গৌর। দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, জনকণ্ঠ পত্রিকা স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম শেখ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন পবলু, দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জিটিভি প্রতিনিধি ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, নজরুল অ্যাকামেমির সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন মোল্লা ডেন্টাল ক্লিনিক এর মজনু মোল্লা, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক আইয়ুব আলী, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি রইচ উদ্দিন, দৈনিক খবর জেলা প্রতিনিধি সেলিম শিকদার, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার ছাম্মি আহমেদ আজমীর, বাংলাদেশ আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদা খাতুন, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি শাহিদা খাতুন, ডেইলি বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি পারভীন আকতার, দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার চিফ রিপোর্টার সোহাগ হাসান জয়, চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন্সন নাজমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার পর ৭৬ সালের মফস্বল শহর বগুড়া থেকে করতোয়া পত্রিকার পথ চলার শুরু। দীর্ঘ সময়ে আঞ্চলিক পত্রিকা থেকে করতোয়া দেশব্যাপী জাতীয় পত্রিকায় মর্যাদায় পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আজকের সময়ে প্রযুুক্তি বিকাশে অনলাইন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার প্রভাবের মাঝেও করতোয়া তৃণমূল মানুষের সংবাদ প্রকাশ করে তার নিজস্ব অবস্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তারা করতোয়ার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়।