এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কথাসাহিত্যিক রাজ কামাল আহমেদ রচিত গ্রন্থ ‘দ্যা মাস্ক’। সামাজিক, রম্য ও রোমান্টিক ধাঁচের এগারোটি ভিন্নধারার গল্প ‘দ্যা মাস্ক’ বইয়ে সন্নিবেশিত হয়েছে। গল্পগুলোতে সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধ, প্রেম-বিরহ, লোভ-লালসা, প্রতিহিংসা, দুর্নীতি প্রভৃতি বিষয় প্রাঞ্জল শব্দচয়নে সাবলীলভাবে উঠে এসেছে। এছাড়াও সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপে ঘটমান কিছু কাহিনি কলমের আঁচড়ে গল্পের আকারে তুলে ধরা হয়েছে। লেখকের প্রথম গল্পগ্রন্থ রাত্রির যাত্রী’র বিপুল পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় দ্বিতীয় গল্পগ্রন্থ দ্যা মাস্ক প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা শব্দশিল্প। ‘দ্যা মাস্ক’ ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
বইটি পাওয়া যাচ্ছে ঢাকা অমর একুশে বইমেলা প্রাঙ্গণের শব্দশিল্প স্টলে। স্টল নং ৩৪৬ ৩৪৭ ৩৪৮ ৩৪৯।
এছাড়া দেশের যেকোনো জায়গা থেকে রকমারি ডট কম-এ অনলাইন অর্ডারের মাধ্যমে বইটি ঘরে বসে সংগ্রহ করা যাবে।