সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নব জাগরণী সংঘের সদস্য হালনাগাদের কাজ গত মঙ্গলবার, ১ অক্টোবর থেকে শুরু হয়। মঙ্গলবার হালনাগাদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংঘের আহ্বায়ক ইসমাইল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল, সদস্য হাজী এস এম আব্দুস সালাম, মোজাহেদুল ইসলাম দুদু, ফেরদৌস আলম খান প্রমুখ।
আগামী ২৮ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৬ টা হালনাগাদ ও আগ্রহী নতুন সদস্যদের ফরম সংঘের কার্যালয় থেকে ১০ টাকার বিনিময়ে উত্তোলন করা যাবে। একইসঙ্গে ফরম জমা নেয়া হবে। এছাড়াও ফরম উত্তোলনকারীগণ ৩০ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়ে পুরণকৃত ফরম জমা দিতে পারবেন।
মঙ্গলবার ফরম বিতরণের প্রথম দিনে এলাকার প্রবীণ ও নবীনদের মাঝে উৎসাহ পরিলক্ষিত হয়।
সংঘের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান সদস্য হালনাগাদ করার শেষে দীর্ঘ প্রায় ১ যুগ পর সংঘের নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য নব জাগরণী সংঘ ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।