সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার নাট্য নিকেতন পবিত্র রমজান উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
গত বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বাদ আসর এস এস রোডস্থ কাটাখালি টি বারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট), নাট্য নিকেতনের উপদেষ্টা সাংবাদিক হীরুক গুণ, নাবিক নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর, বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সন্জিত সরকার, বেসরকারি টেলিভিশন সময় টিভি সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম (আশরাফ), নাট্য নিকেতনের কার্যনির্বাহী কমিটি সদস্য সৌরভ ঘোষ পিনু, কাকন কুমার দাস, শিশু নাট্য নিকেতনের ইবনে আল রামিজ, সুদেব অধিকারী প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাট্য নিকেতন, শিশু নাট্য নিকেতনের সকল সদস্যবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট)।