
নাসিমা আলাউদ্দিন হাসপাতালের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন খান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে মোট ৪০ লাখ টাকার ব্যক্তিগত অনুদান প্রদানের অঙ্গিকার করেন। অনুদানের প্রথম কিস্তি হিসেবে গতকাল (১৭ জুন ২০২৫) মঙ্গলবার ২০ লাখ টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
চেক গ্রহণ করেন এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) ও স্বাস্থ্যসেবা কর্মসূচির ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ। এসময় সংস্থার উপ-পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) আবু নাঈম মো. জুবায়ের খান এবং হাসপাতালের চিকিৎসক ডা. দীপক কুমার সাহা উপস্থিত ছিলেন।
এই মহতী অনুদান মূলত হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, এবং অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যয় করা হবে।
উল্লেখ্য, এনডিপি প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা ইত্যাদি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এনডিপি এবং হাসপাতাল কর্তৃপক্ষ অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এই সহযোগিতার ফলে হাসপাতালের সেবার পরিধি ও গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং উপকৃত হবে এ অঞ্চলের সাধারণ মানুষ।





