সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ডায়াবেটিসের ঝুঁকি  জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে  সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে পদযাত্রা,সচেতনতা সভা, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও গরীব রোগীদের মধ্যে ইনসুলিন বিতরন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

 দিবসটি উপলক্ষে সোমবার (১৪নভেম্বর) সকালে সিরাজগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি পদযাত্রা বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিএমএ’র সভাপতি ডা. জহুরুল হক রাজা,  ডায়াবেটিস বিশেষজ্ঞ  ডা. এ কে এম জিয়াউল কবীর, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মীর শাখাওয়াত হোসেন, কার্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মো. শামসুল আলম স্বপন, নথর্ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আরমান আলী ও সহকারি পরিচালক(প্রশাসন) আব্দুস সালাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারা বিশ্বের সাথে বাংলাদেশেও প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এক কোটির উপরে নিবন্ধিত ডায়াবেটিস রোগী রয়েছে। ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে নিয়মিত হাটা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও সুশৃংখল জীবন যাপনের জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button