সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা খাঁসরাজবাড়ি ইউপি উপ নির্বাচন জমে উঠেছে ইউনিয়নের উপ-নির্বাচন। আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে কাজিপুর উপজেলার খাঁসরাজবাড়ি ইউনিয়নের উপ-নির্বাচন। উপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ইউপির বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এনামুলহক চশমা প্রতিক নিয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন।
গত ১৬ মে, বুধবার সকালে কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মজিবুল হক জানান, গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উপজেলার খাঁসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম মারা যাওয়ার কারণে ইউনিয়নের চেয়ারম্যান পদশুন্য হয়ে যায়। এসময় তিনি আরও জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা মোতাবেক ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়।
গত ২৭ এপ্রিল, বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল, ৩০ এপ্রিল রোববার যাছাই- বাছাই শেষে গত ৯ মে, মঙ্গলবার সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। এবং আগামী ২৫ মে ২০২৩খ্রি. সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) এর মাধ্যমে মোট ৯ টি কেন্দ্রে সকল ভোটারগন তাদের ভোট প্রয়োগ করবেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৭০১ জন। এতে পুরুষ ভোটার সংখ্যা ৪২০৯ জন ও নারী ভোটার সংখ্যা ৪৪৯২ জন বলে জানান।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার লক্ষে কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খাঁসরাজবাড়ি ইউনিয়নে উপ-নির্বাচন পরিচালনা করছেন বলে জানান। সকল প্রার্থীগন তাদের যোগ্যতা অনুসারে নির্বাচিত হবেন বলে জানান খাঁসরাজবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জেল হোসেন মাস্টার, ২নং ওয়ার্ডের কোরবান আলী সরকার, ৩ নং ওয়ার্ড কালিকাপুরের দুদু সরকার, ৪ নং ওয়ার্ড যুক্তিগাছা গ্রামের কৃষক ফরিদুল ইসলাম সহ অনন্যরা জানান, খাঁসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামে মৃত্যুর পর আগামী ২৫ মে উপ- নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রতিক বরাদ্দ দিয়েছে। এই প্রতিক বরাদ্দের পর পোস্টার ও ব্যানারে এলাকা ছেঁয়ে গেছে। নির্বাচনে অংশ গ্রহণকারী সকল প্রার্থী ও তার কর্মী সমর্থকগন ভোর থেকে মাঝরাত পর্যন্ত এলাকার হাট-বাজার,দোকান,পাড়া-মহল্লা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রতিকের নাম উল্লেখ করে ভোট প্রার্থনা করেছেন।
সকলেই ভোটারদের মন রক্ষার্থে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এসময় তারা আরো জানান, যে সকল প্রার্থীগন নির্বাচনে অংশ গ্রহণ করেছেন তাদের মধ্যে ইউপির সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক চশমা প্রতিক নিয়ে অনেক এগিয়ে রয়েছেন। এবং তিনি একজন অভিজ্ঞ ব্যাক্তি।
এর আগেও তিনি খাঁসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান থাকা সময়ে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট,স্কুল,মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নিজের জমিদিয়ে নিজের অর্থায়নে একটি স্কুল ও একটি মাদ্রাসাও করেছেন। তিনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথেই দায়িত্ব পালন করেছেন বলেও জানাগেছে। এই উপ-নির্বাচনে অংশ গ্রহণকারী মোট ৯ জন প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে ইউপির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এনামুলহক চশমা প্রতিক নিয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন বলে স্থানীয় ভোটারগনেরা জানান।